Sunday, September 14, 2025
Homeরাজধানীগাবতলী বাস টার্মিনাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

গাবতলী বাস টার্মিনাল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন।

গাবতলী বাস টার্মিনালের ইনগেট থেকে ৫০ গজ ভেতরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও বেশ কিছুদিন ধরে তিনি সেখানে ভবঘুরে জীবনযাপন করতেন বলে জানা গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments