নাটোরে ট্রেনে কাটা প্রতিবন্ধী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রিজের নিচ থেকে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসুদেবপুর পাঙ্গাল ব্রীজ এলাকায় রেল লাইনের পাশে খালের ধারে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
কিন্তু উদ্ধারকৃত মরদেহটি যেভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো সেটার স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ছবিটি শেয়ার দিয়ে নিন্দা জানাচ্ছে।
নাইম পারভেজ নামে একজন লিখেছেন, বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রিজের নিচ থেকে সান্তাহার রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কিন্ত একটা মৃতদেহ দড়ি দিয়ে বেঁধে এভাবে ঝুলিয়ে নিতে বিবেক বাধলো না ওদের? ওরা কি এ দেশের নাগরিক নয়? হতে পারে ব্যক্তিটি প্রতিবন্ধি তাই বলে এভাবে?