Sunday, September 14, 2025
Homeসারাদেশরাজশাহীরাজশাহীজুড়ে ১০ মাসে নির্যাতনের শিকার ১৯৫ নারী-শিশু

রাজশাহীজুড়ে ১০ মাসে নির্যাতনের শিকার ১৯৫ নারী-শিশু

রাজশাহীতে গেল ১০ মাসেই ১৯৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজশাহী জেলাজুড়ে এসব সহিংসতার ঘটনা ঘটে। ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বর্তমান প্রেক্ষাপট ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক মোবিলাইজেশন সভায় এ তথ্য উঠে এসেছে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগীতায় রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজন করে।

রোববার () সকালে এসিডির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় এক প্রেজেন্টেশনে রাজশাহী জেলাজুড়ে নারী ও শিশু নির্যাতনের এই চিত্র তুলে ধরা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এসিডির মনিটরিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রুহুল আমিন।

এতে দেখানো হয়, গত ১০ মাসে রাজশাহীতে সংগঠিত ১৯৫টি নারী ও শিশু নির্যাতনের ঘটনার মধ্যে ১০৬টিই ঘটনা ঘটে নারীর ক্ষেত্রে। আর শিশুর ক্ষেত্রে ঘটে ৮৯টি। ১০৬টি নারী নির্যাতনের ঘটনার মধ্যে ১০টি হত্যা, হত্যার চেষ্টা ২১টি, রহস্যজনক মৃত্যু ৩টি, ৮টি ধর্ষণ, ধর্ষণের চেষ্টা ৪টি, আত্মহত্যা ২৪টি, আত্মহত্যার চেষ্টা ১১টি, অপরহরণ ৫টি, যৌন হয়রানি ১৫টি, নিখোঁজ ১টি, ১টি এসিড নিক্ষেপ এবং অন্যান্য ঘটনা ঘটে ৩টি।

আর ৮৯টি শিশু নির্যাতনের ঘটনার মধ্যে হত্যা ৭টি, হত্যার চেষ্টা ৩টি, ধর্ষণ ১৭টি, ধর্ষণের চেষ্টা ১২টি, অপহরণ ১৭টি, আত্মহত্যা ৮টি, আত্মহত্যার চেষ্টা ৫টি, যৌন হয়রানি ১১টি, নিখোঁজ ৬টি এবং ৩টি অন্যান্য ঘটনা ঘটে। এসিডির নিজস্ব তথ্য সংগ্রহ এবং পত্র-পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments