Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকপ্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

ইরানে জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অজুহাতে সম্প্রতি দেশব্যাপী যে ব্যাপক ধ্বংসাত্মক তৎপরতা চালানো হয় তাতে সুনির্দিষ্ট কিছু প্রতিবেশী দেশের হাত ছিল বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে এই বাহিনী ওইসব দেশকে এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে।

ইরান সরকার জ্বালানী তেল খাতে ভর্তুকি কমিয়ে এই খাতে অর্জিত অতিরিক্ত অর্থ দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করার লক্ষ্যে গত সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করে।

এর প্রতিবাদে জনগণ রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও সুযোগ সন্ধানী একশ্রেণির দুর্বৃত্ত দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা বহু ব্যাংক, বীমা, পেট্রল পাম্প, সরকারি অফিস ও সাধারণ ঘরবাড়ি ও স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি গতকাল (রোববার) বাজিস বা স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, সাম্প্রতিক গোলযোগের সময় আমাদের কিছু প্রতিবেশী দেশ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও ইসলামি ভ্রাতৃত্ববোধ ত্যাগ করে ইরানের দুস্কৃতকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। ” তিনি আরো বলেন, “আমরা তাদেরকে অনুতপ্ত হয়ে এ ধরনের আচরণ পরিহার করার আহ্বান জানাচ্ছি।”

জেনারেল ফাদাভি বলেন, ইরানের এই গোলযোগ সৃষ্টির অপচেষ্টার জবাবে আমরাও ওইসব দেশের অভ্যন্তরে একই রকম পরিস্থিতি সৃষ্টি করার ক্ষমতা রাখি। কিন্তু ইসলাম আমাদেরকে সে অনুমতি দেয়নি বলে আমরা তা করব না।

তিনি ইরানি দুস্কৃতকারীদের প্রতি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের প্রকাশ্য সমর্থনেরও তীব্র সমালোচনা করেন। জেনারেল ফাদাভি বলেন, ওয়াশিংটন, লন্ডন ও প্যারিস কর্তৃপক্ষ কখনোই ইরানের ব্যাপারে তাদের আচরণে পরিবর্তন আনবে না।

তারা বিগত ৪০ বছরের মতো তাদের অপকর্ম চালিয়ে যাবে উল্লেখ করে আইআরজিসি’র এই কমান্ডার বলেন, “আমরাও বিগত দিনের মতো তাদেরকে পরাজিত করে যাব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments