বহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার রায়ের আগে নাশকতা ঠেকাতে চট্টগ্রামের ৩০টির বেশি পয়েন্টে তল্লাশি চালিয়েছে পুলিশ।
বহুল আলোচিত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৮ আসামির মধ্যে ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিউমার্কেট, জামালখান মোড়, চকবাজার, জিএসি মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় বিভিন্ন যানবাহন এবং পথচারীদের তল্লাশি করেন তারা।
একই সঙ্গে বিভিন্ন বস্তি ও শিবির অধ্যুষিত মেসগুলোতেও অভিযান চালানো হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ।