Monday, September 15, 2025
Homeসারাদেশরাজশাহীরাষ্ট্রপতি আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসছেন

রাষ্ট্রপতি আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসছেন

আগামীকাল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুইদিনের সফরে রাজশাহী আসছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে যোগ দিবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার (৩০ নভেম্বর)হেলিকপ্টারে দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমনের পর তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনা দিবে। রাবি উপাচার্য এম আবদুস সোবহানের বাসভবনে যাওয়ার পথে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। দুপুর ৩টায় সমাবর্তনে যোগ দিতে শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনের মূল অনুষ্ঠানস্থলে যাবেন। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।
এরপর পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের সনদপত্র ও সমাবর্তন স্মারক প্রদান করবেন।

সবশেষে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির রাবি ত্যাগ করবেন। শনিবার রাজশাহীতেই রাত্রিযাপন করবেন তিনি।

পরদিন রবিবার (১ ডিসেম্বর) দুপুর ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রুয়েটের পঞ্চম সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি শেষে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতির হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments