Sunday, September 14, 2025
Homeঅন্যান্যদীর্ঘ ৪ বছরের বিরতি শেষে সিনেমায় ফিরছেন কেয়া

দীর্ঘ ৪ বছরের বিরতি শেষে সিনেমায় ফিরছেন কেয়া

চিত্র নায়িকা কেয়া ভক্তদের জন্য সুখবর, দীর্ঘ চার বছরের বিরতি শেষে আবারও সিনেমায় ফিরছেন এই নায়িকা। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি ছবিতে। এখানে নারী পুলিশের চরিত্রে কেয়াকে পাবেন দর্শক ও ভক্তরা ।

মাত্র ১৪ বছর বয়সে নজরকাড়া গ্ল্যামার নিয়ে ঢাকাই চলচ্চিত্রে এসেছিলেন চিত্রনায়িকা কেয়া। মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে শুরুতেই দারুণ প্রশংসিত হন। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন রিয়াজ ও আমিন খান।

এরপর প্রায় ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন চিত্রনায়িকা হিসেবে। কাজ করেছেন প্রায় ৯০টির মতো বিজ্ঞাপনেও। তবে সময়ের স্রোতে নানা কারণে নিজেকে আড়ালে নিয়ে যান এই সুহাসিনী নায়িকা। সর্বশেষ ২০১৫ সালে তাকে দেখা গিয়েছিলো সাইমন সাদিকের বিপরীতে ‘ব্ল্যাকমানি’ সিনেমায়।

কেয়া বলেন, কৈশোর থেকেই সিনেমা সঙ্গে আছি। বিভিন্ন কারনেই সিনেমা করা হয়নি অনেকদিন। খুব মিস করেছি। ভালো লাগছে আবারও নিজের প্রিয় কাজের জায়গায় ফিরতে পেরে।’

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২০শে ডিসেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে।

‘ইয়েস ম্যাডাম’ ছবিটি পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। ছবিতে ভিলেন হিসেবে অমিত হাসানকে চুক্তিবদ্ধ করেছি। তবে কে হবেন কেয়ার নায়ক সেটি এখনো নিশ্চিত নয়। খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments