Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধছাত্রীদের দুই সহপাঠীকে কুপিয়েছে বখাটেরা

ছাত্রীদের দুই সহপাঠীকে কুপিয়েছে বখাটেরা

আজ সোমবার দুপুরে মাদারীপুরে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই সহপাঠীকে চাকু দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। সদর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বখাটেদের ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়।

উক্ত ঘটনার প্রতিবাদে আহত দুই শিক্ষার্থীদের নাম হলো- শফিকুল ইসলাম ও আরমান ব্যাপারী। উত্ত্যক্তের শিকার ছাত্রীরা ও আহত ছাত্ররা ‘অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চবিদ্যালয়’ এর নবম শ্রেণির শিক্ষার্থী।

আশেপাশে থেকে ও ছাত্রছাত্রীদের কাছ থেকে জানা যায় যে, বেলা একটার দিকে শ্রেণি পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা হেঁটে বাড়ি ফিরছিল। তখনই এক-দেড় কিলোমিটার দুরের সিদ্ধিখোলায় পৌঁছালে অটোরিকশায় করে ঝিকরহাটি এলাকার ‘বখাটে’ রনি ও আশিক তার বন্ধুদের নিয়ে নবম শ্রেণির ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় সহপাঠীরা বাধা দিতে আসে। তখনই বখাটেদের সঙ্গে তাদের হাতাহাতি হয় এবং একপর্যায়ে বখাটেরা ছুরি দিয়ে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম ও আরমান ব্যাপারীকে কুপিয়ে আহত করে। তারপর আশপাশের লোকজন জড় হলে বখাটেরা পালিয়ে যায়। আহত দুইজন মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে, অ্যাডভোকেট দলিলউদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হ্যাপী আক্তারের কাছ থেকে জানা যায় যে,, ‘এই বখাটেরা প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। উক্ত বোখাটেদের এই দলে রনি, রানা, আশিক, জাহিদ, জুবরান, রাজীবসহ বেশ কয়েকজন রয়েছে বলে আহত শিক্ষার্থীরা তাকে জানিয়েছে।’ এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, রনি, আশিকসহ বেশ কয়েকজন বখাটে ছেলেরদল প্রায়ই মোটরসাইকেল নিয়ে স্কুলের আশপাশে উৎপাত ঘটায় এছাড়াও ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত ও বিরক্ত করে। এমনকি ওদের কোনো কথা শিক্ষার্থী না শুনলে তাকে মারধর ও করে এবং ছাত্রীদের হুমকিও দিয়ে থাকে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাওগাতুল আলম বলেন, ‘ঘটনাস্থল স্কুল থেকে এক-দেড় কিলোমিটার দূরে। বোঝা যাচ্ছে, স্কুলের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। কিশোরদের মধ্যে ব্যক্তিগত বিরোধের কারণেই এ হামলা ঘটতে পারে। তা ছাড়া এখানে মেয়েদের সঙ্গে প্রেমঘটিত ব্যাপার ও রয়েছে। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি এবং প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেছি। এখনো স্কুলের পক্ষ থেকে তারা এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। যদিও বখাটেদের ধরতে থানার পুলিশের তিনটি দল কাজ করছে। উক্ত ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments