Sunday, September 14, 2025
Homeঅন্যান্যভারতীয় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসীদের পাহারা

ভারতীয় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে গ্রামবাসীদের পাহারা

ভারতীয়দের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসীরাও। গত ২৮ নভেম্বর থেকে রাজশাহীর চরখানপুর সীমান্তে নজরদারি জোরদার করার জন্য চরখানপুর গ্রামের প্রায় আড়াই শ বাসিন্দা রাত জেগে পালাক্রমে এই কাজ করছেন ।

গ্রামটির বাসিন্দারা জানান, তাঁদের সঙ্গে বৈঠকে বসেন বিজিবি ব্যাটালিয়ন-১–এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। চরখিদিরপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে গ্রামবাসীসহ উপস্থিত ছিলেন সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার নজরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের (ইউপি) দুজন সদস্যও। সভায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে গ্রামবাসীর সহযোগিতা চায় বিজিবি।

চরখানপুর সীমান্ত ফাঁড়ি সুত্র জানায়, গত ২৭ নভেম্বর তাঁরা জানতে পারেন ভারত থেকে ওই সীমান্তপথে অনুপ্রবেশ ঘটতে পারে। এ জন্য পরের দিনই গ্রামের ইউপি সদস্য এরশাদুল হক ও কোহিনুর বেগমকে ডেকে বৈঠক করার সিদ্ধান্ত নেন। বৈঠকে সিদ্ধান্ত হয় গ্রামের বাসিন্দারা সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত পালা করে পাহারায় থাকবেন। ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এক দল আর রাত ১২টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আরেক দল গ্রামবাসী বিজিবির সঙ্গে যোগ দেন। গ্রামবাসীকে উৎসাহ দিতে অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানায়।

 

ইউপি সদস্য এরশাদুল হক জানান, বিজিবির আহ্বানে গ্রামের মানুষকে বুঝিয়ে এই দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করা হয়েছে। গত ২৮শে নভেম্বর থেকে গ্রামবাসী পালা করে এই দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments