Monday, September 15, 2025
Homeসারাদেশচট্টগ্রামচট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি

চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগে এবার ৪০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের ব্যক্তিগত উদ্যোগে নিজের তত্ত্বাবধানে এই পেঁয়াজ বিক্রি আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

নগরীর আগ্রাবাদ, লালদিঘী পাড়সহ ছয়টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। নগরীর খুচরা বাজারে এখন এক কেজি তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বাজারমূল্যের চেয়ে কেজিতে একশ টাকা কমে এই পেঁয়াজ বিক্রি হতে দেখে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারি উদ্যোগে সাড়া দিয়ে বড় শিল্পগ্রুপগুলো পেঁয়াজ আমদানি করে বাজারে সরবরাহ দিলেও কোনো ব্যক্তির উদ্যোগে এত কম দামে পেঁয়াজ বিক্রির উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।

আগ্রাবাদে লাইনে দাঁড়িয়ে দুই কেজি পেঁয়াজ কেনা আকলিমা খাতুন বলেন, টিসিবি পেঁয়াজের চেয়ে এই পেঁয়াজ মনে ভালো, দামও কম। অনেক আগেই এই উদ্যোগ নেয়া দরকার ছিল। এই উদ্যোগ অন্যরা অনুসরণ করলে ভোক্তারা উপকৃত হবে।

পেঁয়াজ কিনতে আসা রাফি উদ্দিন বলেন, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে হঠাৎ চোখে পড়ে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৪০ টাকায়। শুনেছি সরকার টিসিবির মাধ্যমে কেজি ৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করছে। কিন্তু আমি কিনতে পারিনি। প্রথমে তো বিশ্বাসই করতে পারি নাই কেজি ৪০ টাকা। পরে লাইনে দাঁড়িয়ে দুই কেজি কিনে নিলাম।

হঠাৎ এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, আগে থেকেই চিন্তা করেছি কিন্তু বাজারে পেঁয়াজের সরবরাহ না থাকায় বিক্রি শুরু করতে পারিনি। আমি কোনো প্রচারনার জন্য এই কাজটি করিনি; এজন্য কাউকে জানাইনি। শুধুমাত্র ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে দোয়ার জন্য বাজার থেকে কিনে এই পেঁয়াজ বিক্রি করছি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ছয়টি ট্রাকে দিনে একটন করে নগরীর ছয়টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। এই উদ্যোগ অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments