Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধনারীচক্রের দ্বারা সামাজিক মাধ্যমে প্রতারণার শিকার প্রবাসী

নারীচক্রের দ্বারা সামাজিক মাধ্যমে প্রতারণার শিকার প্রবাসী

ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অনেক প্রবাসী সর্বস্বান্ত হয়েছেন। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (সিআইডি) দুই কলেজছাত্রী ও তাদের সহযোগী বিকাশ এজেন্টের এক দোকানিকে আটক করেছে।

শনিবার রাতে ওই তিনজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন অভিযোগের সত্যতা পেলে তাদের গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে সাইফুল ইসলাম নামে ভুক্তভোগী, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সুধারাম থানায় মামলা করেন। গ্রেফতাররা হলেন, সেনবাগ উপজেলার কেশার লেদুয়া গ্রামের গোলাম মাওলার মেয়ে শাহজাদী মজুমদার, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর খাঁনপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে মারজাহান আক্তার এবং এদের সহযোগী নোয়াখালী পৌরসভার জয়কৃঞ্চপুর গ্রামের হোসেন আহমদের ছেলে বিকাশ এজেন্ট দোকানদার মোশারফ হোসেন মনু।

আটকের (মনু) ব্যবহৃত বিকাশ অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। এলাকা থেকে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার কুয়েত প্রবাসী সাইফুল ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর রূপের জালে ফেলে কয়েক দফায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সেই দুই ছাত্রী। এছাড়াও কোম্পানীগঞ্জের মধ্যপাচ্য প্রবাসী তানভির হোসেন, মোস্তফা চৌধুরী নামে দুজনের কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছেন কয়েক লাখ টাকা।এরা ছাড়াও কোম্পানীগঞ্জের কয়েকজন যুবক এদের জালে ফেঁসেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

নোয়াখালী সিআইডি পুলিশের উপপরিদর্শক শাহ আলম মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান যে, ‘অভিযোগ অনুযায়ী উক্ত জেলায় বেশকিছু নারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসআপ, ম্যাসেঞ্জারে ইউরোপ প্রবাসী কন্যা সেজে মধ্যপাচ্য প্রবাসী যুবকদের বিয়ে করে ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। আবার প্রথমে বন্ধুত্বের মিথ্যা সম্পর্ক পাতিয়ে ফেসবুক, ইমো, হোয়াটসআপ, মাসেঞ্জারে ভিডিও কলে অশ্লীল কথাবার্তা বলে তা কৌশলে সংরক্ষন করে। পরে এসব ছবি, ভিডিও অনলাইনে ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাক মেইল করে আদায় করা হয় মোটা অংকের টাকা। তাছাড়াও, গরিব-অসহায় লোককে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের কথা বলে অসুস্থ রোগীদের বানোয়াট ছবি দেখিয়ে সাহায্যের নামে টাকা হাতায়। এসব কুকর্মের জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক আইডি ব্যবহার করে এবং টাকা হাতিয়ে নেওয়ার পর ওই আইডিগুলো নষ্ট করে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments