শুক্রবার (১৩ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন দৈনিক সংগ্রাম পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরবর্তীতে এই সংগঠন কার্যালয়ে তালা দিয়ে পত্রিকাটির সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
আজ বিকাল সোয়া ৫টার দিকে প্রথমে পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা। পরবর্তীতে ক্ষুব্ধ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
১২ ই ডিসেম্বরে প্রকাশিত ‘দৈনিক সংগ্রাম’ কাগজহামলার কারণ, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রাম পত্রিকাতে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করে সংবাদ প্রকাশ করা। উক্ত কারণে ক্ষুব্ধ হয়ে তারা (মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা) হামলা ও ভাঙচুর চালায়। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে ফেসবুকে প্রতিবাদ করলেও তেমন কার্যত কোনো ফল এখনো অবধি আসেনি।
উল্লেখ্য এই ঘটনায় বিকেলে সদস্যরা জড়ো হলে, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদ জানান যে, ‘মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লা একজন রাজাকার, দেশদ্রোহী। দৈনিক সংগ্রাম পত্রিকা তাকে ‘শহীদের’ মর্যাদা দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এখানে এসেছি।’
তিনি আরো বলেন যে, ‘এধরনের কর্মকাণ্ডের জন্য পত্রিকার সম্পাদককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা ইতিমধ্যে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি।’