চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুইটি আলাদা আলাদা ফ্লাইটে ১১১২ কাটুন সিগারেট জব্দ করা হয়। হিসাবে সর্বমোট ২২ লাখ ২৪ হাজার টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে.
তাদের মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ হাসান নামের এক যাত্রীর কাছ থেকে ১৭৪ কার্টন সিগারেট জব্দ করে এনএসআই। বিমানের বিজি ৪১৫ ফ্লাইটে তিনি শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি দুবাই থেকে শাহ আমানতে আসেন।
উক্ত ঘটনায় কাস্টমের উপকমিশনার রিয়াদুল ইসলাম বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।