Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনাযশোরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ২জন নিহত

যশোরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ২জন নিহত

আজ শনিবার সকালে যশোরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে  দুইজন নিহত হয়েছেন। যশোর-খুলনা মহাসড়কে এই দূুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামের দবির শেখের ছেলে মনিরুল ইসলাম (৪৩) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর গ্রামের মালেক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস (৪৫)।

এ দুর্ঘটনায় ইনামুল ইসলাম (১৮) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ইজিবাইকের যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় খুলনাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষে ইজিবাইকে থাকা তিন যাত্রীই গুরুতর আহত হন।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম ও মিজানুর রহমান মারা যান। আহত ইনামুলকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments