ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া একজন কোভিড-১৯ রোগী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে, ওই ব্যক্তির হাসপাতাল থেকে পালানোর ঘটনায় দুইজন চিকিৎসক, দুইজন নার্স এবং চারজন নিরাপত্তারক্ষীকে ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
আত্মহত্যা করা ব্যক্তিটি ব্যক্তি ঢাকায় একটি আবাসিক ভবনের ম্যানেজার হিসেবে কাজ করতেন। পুলিশ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন সচেতন বার্তাকে বলেন, শুক্রবার রাতের কোন এক সময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। কিন্তু তিনি বাসায় ফেরেননি বা পরিবারের সাথে দেখাও করেননি।