Sunday, September 14, 2025
Homeঘটনা-দুর্ঘটনারাজশাহী বিভাগে করোনায় মোট শনাক্ত ৩৫৬৬, সুস্থ ৭১৭ জন

রাজশাহী বিভাগে করোনায় মোট শনাক্ত ৩৫৬৬, সুস্থ ৭১৭ জন

রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৫৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন। এর মধ্যে গতকাল শনিবার (২০ জুন) নতুন ১৪৬ জন শনাক্ত হয়েছেন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১৭ জন রোগী।

রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন ১৪৬ জনের মধ্যে ১০০ জনই শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫, নাটোরে ৮, জয়পুরহাটে ১, সিরাজগঞ্জে ১০ এবং পাবনায় ২ জন শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত সর্বোচ্চ ২ হাজার ৮৫ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৩৭ জন, জয়পুরহাটে ২৫৩, নওগাঁয় ২৩৯, সিরাজগঞ্জে ২৬১, পাবনায় ২৭০ জন, নাটোরে ১৩৫ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন শনাক্ত হয়েছেন। গোটা বিভাগে সুস্থ হয়েছেন ৭১৭ জন করোনা রোগী।মধ্যে এর মধ্যে নওগাঁর ১৬১ জন, জয়পুরহাটের ১৩৬ জন, বগুড়ার ২১৫ জন, নাটোরের ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৫৬ জন, সিরাজগঞ্জের ১৭ জন এবং পাবনার ২৫ জন করোনামুক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, বিভাগে এ পর্যন্ত ৪৭ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে শনিবার দুইজন মারা গেছেন বগুড়ায়। এ জেলায় এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৩১ জনের। এর বাইরে পাবনায় ৫, নাটোরে ১, নওগাঁয় ৪ এবং রাজশাহী ও সিরাজগঞ্জে ৩ জন করে করোনা রোগী মারা গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments