মাদারীপুরে ইকবাল মোল্যা (৪০) নামে ভাড়ায় মোটরসাইকেল চালককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইকবাল রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্যার ছেলে। হত্যার পর লাশ ও মোটরসাইকেল রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে যায়।
পুলিশ খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় নতুন রাস্তার পাশে একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছে। এ সময় রাস্তার পার্শ্ব থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
নিহত ইকবালের স্ত্রী মুর্শিদা বেগম বলেন, “আমার স্বামী সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
রাজৈর থানার অফিসার ইন-চার্জ (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নিহত ইকবালের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের অসংখ্য কোপের জখম রয়েছে।”