Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকঅবশেষে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুমতি দিলো

অবশেষে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুমতি দিলো

করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস অনুসন্ধানে অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অনুমতি দিয়েছে চীন। আগামী ১৪ জানুয়ারি (বৃস্পতিবার) ডব্লিউএইচওর তদন্তকারী দল চীনে যাবে।

সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার  ডাব্লুএইচওর বিশেষজ্ঞদের মিশন শুরু করার কথা রয়েছে। তারা এই সংক্রামণের উৎস অনুসন্ধানে চীনা বিজ্ঞানীদের সাথে কাজ করবেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ১০ সদস্যের একটি দলের উহান শহরে যাওয়ার কথা রয়েছে। দলটি সেখানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম ভাইরাসটির ছড়িয়ে পড়ার সত্যতা যাচাই করবে।

এর আগেও ডাব্লিউএইচওর প্রতিনিধি দলটি চীনে তদন্তের জন্য গিয়েছিল। কিন্তু তখন তাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে একটা অসন্তোষ তৈরি হয়। তারপর গত ৯ জানুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ডেপুটি প্রধান জানান, উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের আসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

তদন্ত নিয়ে চীনের ভূমিকার সমালোচনা করেন খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। কেন তদন্ত করতে দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখান থেকে ভাইরাসটি পুরো চীনসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments