Monday, September 15, 2025
Homeবাংলাদেশঅপরাধরামেকে যৌন হয়রানি, প্রতিবাদে নার্সদের মানববন্ধন-বিক্ষোভ

রামেকে যৌন হয়রানি, প্রতিবাদে নার্সদের মানববন্ধন-বিক্ষোভ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক চিকিৎসক কতৃক নার্সকে যৌন হয়রানির ঘটনার তদন্ত নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে হাসপাতালের নার্সরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে রামেক হাসপাতালের নার্সরা হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে তারা যৌন হয়রানির ঘটনায় গঠিত তদন্ত কমিটির বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন। বিক্ষোভ সমাবেশ থেকে দায়ী চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

উল্লেখ্য, অভিযুক্ত চিকিৎসকের নাম মামুন-অর-রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানেসথেসিয়া বিষয়ে ডিপ্লোমা করছেন। সেখান থেকেই কোর্স সম্পন্ন করতে এসেছিলেন রামেক হাসপাতালে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করা ডা. মামুন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ছুটি নিয়ে তিনি অ্যানেসথেসিয়া কোর্স করছিলেন।

রামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দায়িত্বে ছিলেন তিনি। সেখানেই কর্তব্যরত এক নার্সকে যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছেন গত ১৮ ও ১৯ জানুয়ারি বলে অভিযোগ তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে পরদিন তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং ঘটনা তদন্তের জন্য একজন নার্স ও চারজন চিকিৎসকের সমন্বয়ে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

সকল নার্সিং কর্মকর্তা রামেক, ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের রামেক শাখার সভাপতি শাহাদাতুন নূর লাকি। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান। সমাবেশে সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত চিকিৎসককে শুধু দায়িত্ব থেকে অব্যাহতি ছাড়া অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। তদন্ত কমিটি প্রতিবেদন দিতেও গড়িমসি করছেন। এই গড়িমসি তারা মেনে নেবেন না। অভিযুক্ত চিকিৎসক পার পেলে তারা আরও বড় কর্মসূচি হাতে নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তদন্ত কমিটি নিজেদের মতো করেই তদন্ত চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আসেনি। তবে নার্সরা বিক্ষোভ করছেন বলে শুনেছি। আমরা বিষয়টি দেখছি। কেউ অপরাধ করে থাকলে ছাড় পাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments