Monday, September 15, 2025
Homeখেলাধুলাক্রিকেটক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, সাকিব ফিরছেন মাঠে

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, সাকিব ফিরছেন মাঠে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় কুঁচকিতে চোট পান সাকিব। টেস্ট সিরিজ থেকে সাকিবের ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল।

অবশেষে সেই শঙ্কার অবসান ঘটিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর।

তিনি জানালেন, প্রাথমিক ইনজুরি কাটিয়ে উঠেছেন সাকিব। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আপাতত নেই।

গত ২৬ জানুয়ারি ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান লাগে সাকিবের। প্রাথমিক চিকিৎসা শেষে স্বস্তি অনুভব না করায় মাঠ ছেড়ে যান ৪.৫ ওভার বোলিং করে।

সেই সময় জানানো হয়, স্ক্যান রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিবের অবস্থা সম্পর্কে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর।

বললেন, সাকিবের স্ক্যান রিপোর্ট পুরোপুরি ভালো। ব্যথা অনুভব করছেন না তিনি, কোনো সমস্যা নেই। ছোটখাটো কোনো জটিলতাও নেই। টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা আপাতত নেই। সতর্কতার কারণে আরেকটু সময় নেওয়া হতে পারে। আশা করি দুই-তিন দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।

যদিও চোট পাওয়ার পর সাকিবের এক বক্তব্য ভয় ধরিয়ে দিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের মাঝে।

ম্যাচের পর সাকিব বলেছিলেন– কুঁচকির অবস্থা তার কাছে খুব ভালো মনে হচ্ছে না।

বৃহস্পতিবার দলের অনুশীলনে ছিলেন না তিনি। এদিন সকালে স্ক্যান করানোর পর বিশ্রামে ছিলেন সাকিব। ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি।

প্রসঙ্গত নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে হয়ে যাওয়া দুটি ঘরোয়া টি-টোয়েন্টিতে অংশ নেন। সেখানে ভালো না করলেও আন্তর্জাতিকে নিজের জাত চেনান সাকিব। সিরিজে ম্যান অব দা সিরিজ হয়েছেন তিনি। টেস্ট সিরিজেও দলের মূল ভরসা তিনিই। আগামী বুধবার থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments