Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধমর্গে মরদেহ ধর্ষণ, আদালতে দায় স্বীকার করে মুন্নার জবানবন্দি

মর্গে মরদেহ ধর্ষণ, আদালতে দায় স্বীকার করে মুন্নার জবানবন্দি

মর্গে মরদেহ ধর্ষণের অভিযোগে করা পৃথক দুই মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সৎকারকর্মী মুন্না ভগত।

শনিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। রোববার ওই আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আফসানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফসানা আক্তার বলেন, রিমান্ড শেষে শনিবার মুন্নাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার জবানবন্দি রেকর্ডের আবেদন করলে বিচারক তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত সোমবার আসামি মুন্না ভগতকে (২০) আদালতে হাজির করা হয়। দুই মামলায় সাত দিন করে তার ১৪ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মোহাম্মদ শাহরিয়ার আলম। শুনানি শেষে দুই মামলায় মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মর্গে নারীদের মরদেহ ধর্ষণের ঘটনায় গত ১০ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই আল আমিন বাদী হয়ে মুন্নার বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর ২৫ ডিসেম্বর তেজগাঁও থানার এসআই সনজিৎ কুমার ঘোষ মুন্নার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মর্গে মৃতদেহ ধর্ষণের অভিযোগে গত বছরের নভেম্বরে মুন্না ভগতকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments