Sunday, September 14, 2025
Homeঢাকানারায়নগঞ্জহেফাজতে ইসলামের আমিরের হুঁশিয়ারি আইভীকে

হেফাজতে ইসলামের আমিরের হুঁশিয়ারি আইভীকে

ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নগরীর ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি ইঙ্গিত করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদে হাত দিলে তার কবর রচিত হবে।’

গতকাল শুক্রবার জুমার নামাজের বয়ানে মসজিদের মুসল্লিদের সামনে এমন ঘোষণা দেন মাওলানা আবদুল আউয়াল।

হেফাজত নেতা আরও বলেন, ‘মাসদাইর কবরস্থানের পাশে মসজিদের সঙ্গেই দীর্ঘদিন একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসাটি ভেঙে দিয়েছেন উনি (মেয়র আইভী)। বলেছিলেন, নিজেস্ব অর্থায়নে করে দেবে, এত বছর হয়ে গেল কিন্তু মাদ্রাসাটি করে দিল না। এখন তার মনমতো মসজিদ করে আগের ইমাম বাদ দিয়ে একজন বেদাতি ইমাম ঢুকিয়েছে সেই মসজিদে। ইদানীং খবর পেলাম, বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ভাঙার জন্য লোক পাঠিয়েছিল। পরবর্তীতে সিটির জায়গা দাবি করে, সে নিজেই গিয়ে এটাকে ভেঙে পার্ক বানানোর কথা বলেছেন।’

নায়েবে আমির আউয়াল বলেন, ‘এখন আবার আলোচনা শুনছি, ডিআইটি মসজিদের সামনে নাকি ফ্লাইওভার বানানো হবে আর শেখ রাসেল পার্কের দর্শনার্থী নারী-পুরুষ সব মসজিদের ওপর দিয়ে চলাচল করবে। আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা? এখন উনার টার্গেট ডিআইটি মসজিদ নিয়ে যাওয়ার। মসজিদ নিয়ে নিজের মনমতো বানাবে। আমাকেও বলেছিলেন, মসজিদটা তাকে দিয়ে দিতে। আর এখন আমি ‘সাধারণ সম্পাদক’ হওয়ায় তার মাথা তেলেবেগুনে জ্বলতে শুরু করেছে।’

আইভীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি মেয়র হওয়ার বহু আগে থেকেই এখানে এই মসজিদ সরকারি জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গা আপনার বাবার না। রেলওয়ের জায়গা দখল করে যা মনে চায়, তাই করছেন। এখন আবার ডিআইটি মসজিদ নিয়েও আপনি যা মনে চায়, তাই করতে চাইছেন?

মেয়রকে হুঁশিয়ারি দিয়ে মাওলানা আবদুল আউয়াল বলেন, আইভী আপনি মনে রাইখেন, আমি আবদুল আউয়াল চলে যেতে পারি। জনগণ কোনো দিনও আপনাকে ছাড়বে না। হে ইমানদারেরা, ইমানের ওপর বলিয়ান হও। এই ডিআইটি মসজিদের ওপর যদি কেউ হাত দেয়, তার কবর রচিত হবে এই বাংলার জমিনে। ডিআইটি মসজিদের সামনে ফ্লাইওভার কোনোদিনও বাস্তবায়িত হতে দেব না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments