সেমির প্রথম লেগে নিজেদের মাঠে ২–১ গোলের জয়টিই আশীর্বাদ হয়ে এসেছে ভিয়ারিয়াল এর জন্য। নিজেদের কাজটা ঠিকভাবে করে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে গেছে ভিয়ারিয়াল।
তবে লন্ডনে আর্সেনালের মাঠে নিজেদের একেবারে খোলসবন্দী করে রাখেনি তারা। জয়ের চেষ্টাটা ঠিকই ছিল স্প্যানিশ ক্লাবটির। তবে আর্সেনাল প্রাণপণ চেষ্টা করেও একটা গোলের দেখা পায়নি। দুই অর্ধে আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরি–এনরিক অউবেমায়ংয়ের দুটি শট বারে লেগে প্রতিহত হয়েছে।
যেকোনো ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এটি ভিয়ারিয়ালের প্রথমবার ফাইনালে পা রাখা।
দুই লেগ মিলিয়ে ২–১ ব্যবধানে এগিয়ে থেকে এ সাফল্য কোচ উনাই এমেরির জন্য বড় ব্যাপারই। ২০১৯ সালে আর্সেনাল তাঁকে কোচের পদ থেকে বরখাস্ত করেছিল। এটি তাঁর জন্য মধুর এক প্রতিশোধই।