Sunday, September 14, 2025
Homeরাজশাহীগোদাগাড়ীগোদাগাড়ীতে ট্রাক চাপায় ২ পথচারী নিহত, আহত ৫

গোদাগাড়ীতে ট্রাক চাপায় ২ পথচারী নিহত, আহত ৫

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন।

শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বর বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ লেখা পর্যন্ত নিহত ও আহত ব্যাক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় একটি ট্রাক এক্সভেটর মেশিন ( মাটি খনন ও উত্তোলন যন্ত্র) নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহী আসছিল। ট্রাকটি গোদাগাড়ী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পারাপার হতে যাওয়া কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর আহত হন অন্তত পাঁচজন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments