Monday, September 15, 2025
Homeরাজধানীখালেদা জিয়াকে চিকিতসার্থে বিদেশে যেতে অনুমতি না দেওয়া বেআইনি

খালেদা জিয়াকে চিকিতসার্থে বিদেশে যেতে অনুমতি না দেওয়া বেআইনি

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে  সিদ্ধান্ত জানানোর পর এক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি না দিয়ে সরকার বেআইনি কাজ করেছে।

বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার খালেদা জিয়াকে বিদেশে  উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে অমানবিক কাজ করেছে। সরকারের এ দায় নেওয়া উচিত হয়নি। আইনের ভুল ব্যখা দিয়ে এটা করা হয়েছে। সরকার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী শর্তসাপেক্ষে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা মওকুফ বা সাজা কমাতে পারে।

তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হয়েছে নিম্ন আদালতে। আপিলের সিদ্ধান্ত এখন আসেনি। চিকিৎসা শেষে ফিরে আসতে হবে-সরকার এই শর্ত দিতে পারতো। খালেদা জিয়া তিন বারের প্রধানমন্ত্রী। তার অবস্থা অত্যন্ত জটিল। সরকার মানবিকভাবে দেখতে পারতো।

প্রসঙ্গত, গত বুধবার রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার  বোনের চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান।  এরপর মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেই আবেদনটি যাচাই করে এ বিষয়ে আইনি মতামত দিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠায় আইন মন্ত্রণালয়।

বিকেলে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন মন্ত্রণালয় যে মতামত দিয়েছে তাতে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আমরা মঞ্জুর করতে পারছি না।

খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করেন। তিনি ওই হাসপাতালের হ্নদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। গতকাল খালেদা জিয়ার করোনা  টেস্ট নেগেটিভ এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments