Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলার জবাবে প্রায় হাজার খানেক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস সশস্ত্র গোষ্ঠি। এদিকে গাজা উপত্যকা থেকে হামাসের অ্যান্টি-ট্যাঙ্ক ইসরাইলের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

এছাড়া ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, হামাসের ক্ষেপণাস্ত্রে আরো দুই সেনা নিহত হয়েছে।

টাইমস অব ইসরাইল জানায়, বুধবারের ওই হামলায় নিহত সেনা কর্মকর্তার নাম ওহম তাবিব।  স্টাফ সার্জেন্ট পদবির ওই ইসরাইলি সেনা কর্মকর্তা নাহাল ইনফ্রান্টি ব্রিগেডের ৯৩১ ব্যাটিলিয়নের সদস্য।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনা কর্মকর্তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে দুই আহত সেনা সদস্যকে সুস্থ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

২০১৪ সালের যুদ্ধের পর ইসরাইল-হামাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ লড়াই। এরই মাঝে  প্রথম সামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করলো ইসরাইল।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৪ শিশুসহ ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments