Monday, September 15, 2025
Homeঢাকাগাজীপুরসাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সেচ্ছায় কারাবরণের ঘোষনা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সেচ্ছায় কারাবরণের ঘোষনা

আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। তাঁরা বলেছেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে রোজিনা ইসলামের মুক্তি না মিললে তাঁরা কারাবরণের আবেদন নিয়ে কারাগারে যাবেন।

আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন। গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম সরকার, সাবেক সভাপতি এনামুল হক, ডিবিসি টেলিভিশনের সাংবাদিক মাহমুদা সিকদার প্রমুখ। মানববন্ধন শেষে রোজিনার মুক্তির দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আগামীকাল বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।

এদিকে রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের আরও কয়েকটি সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচি থেকে স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।

সকালে রাজবাড়ি রোডে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ।

দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সংবাদের গাজীপুর সংবাদদাতা মুকুল কুমার মল্লিক, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক পুলক ঘটক, বীর মুক্তিযোদ্ধা অনিল মণ্ডল, ৭১ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ, ইত্তেফাকের মুজিবুর রহমান, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, প্রথম আলোর মাসুদ রানা প্রমুখ।

গাজীপুর সিটি প্রেসক্লাবের উদ্যোগেও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

এদিকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয় রাজবাড়ি রোডে। এতে উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইমরান আকন্দ প্রমুখ।

এ ছাড়া, কালিয়াকৈরে মানববন্ধন করে কালিয়াকৈর প্রেসক্লাব। উপজেলা পরিষদ চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাবেক সভাপতি সরকার আবদুল আলীম, সাধারণ সম্পাদক মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments