Sunday, September 14, 2025
Homeচট্টগ্রামকক্সবাজাররোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্পে লকডাউন ঘোষণা

রোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্পে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেক্ষাপটে কক্সবাজারে রোহিঙ্গাদের পাঁচটি ক্যাম্প অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার থেকে উখিয়া ও টেকনাফের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ নির্দেশনা কার্যকর থাকবে। ‘লকড ডাউন’ ঘোষণা করা ক্যাম্পগুলো হল- উখিয়ার ২- ডব্লিউ, ৩, ৪, ১৫ এবং টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পে লকডাউনের বিধিনিষেধ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। লকডাউন চলাকালে ক্যাম্পগুলোর বাসিন্দারা নিজেদের ক্যাম্পের বাইরে যাতায়ত করতে পারবেন না। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments