Tuesday, September 16, 2025
Homeখেলাধুলাক্রিকেটটাইগাররা চাপের মুখে ব্যাটিংয়ে

টাইগাররা চাপের মুখে ব্যাটিংয়ে

দারুণ শুরু করেছিরেন অধিনায়ক তামিম ইকবাল। এক ওভারেই এসেছিল ১৫ রান।

কিন্তু এমন উড়ন্ত শুরুর পরই আউট হয়ে গেলেন তামিম ইকবাল। ৬ বলে ৩ চারে ১৫ রান করে চামিরার বলে আউট হয়ে গেছেন তিনি।

এরপর তিন বলে শূন্য রান করে ফিরে যান সাকিব আল হাসান।

ক্রিজে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুন জায়গা হারিয়েছেন। তাসকিনের জায়গায় অভিষেক হয়েছে পেসার শরীফুল ইসলামের। মোহাম্মদ মিঠুনও নেই একাদশে। তার জায়গায় খেলছেন মোসাদ্দেক হোসেন।

এক সঙ্গে দুটি প্রাপ্তির হাতছানি বাংলাদেশের সামনে। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতবে তারা। একই সঙ্গে প্রথমবারের মতো উঠবে আইসিসি ওয়ানডে সুপার লিগের চূড়ায়।

এর আগে আট সিরিজে মুখোমুখি হয়ে পাঁচটিতেই হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ এবার খেলছে ফেভারিট হিসেবে। ঘরের মাঠ, সব অভিজ্ঞ ও পারফরমারের উপস্থিতি আর প্রতিপক্ষ দলে অনভিজ্ঞের আধিক্য মিলিয়ে প্রথম থেকেই এগিয়ে তামিমের দল।

রোববার প্রথম ওয়ানডেতে যার নজিরও দেখা গেছে। ৯৯ রানে ৪ উইকেট হারানোর পরও মুশফিক-মাহমুদুল্লাহর শতরানের জুটি আর শেষে আফিফ-সাইফের ক্যামিওতে ২৫৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। শেরেবাংলার ধীর পিচ কাজে লাগিয়ে পরে সুবিধা আদায় করেন মেহেদী মিরাজ, সাকিব আর মুস্তাফিজরাও। ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝোড়ো ব্যাটিংয়ের পরও যা পুরোপুরি সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৩৩ রানে। ওই জয়ের ফলে সুপার লিগ টেবিলে বাংলাদেশের পয়েন্ট এখন ৪০।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ : দানুশকা গুণাতিলাকা, কুসাল পেরেরা (অধিনায়ক), পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জায়া ডি সিলভা, আশান বান্দারা, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সান্দাকান ও দুশমন্ত চামিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments