রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে করোনা ‘পজিটিভ’ ছিলেন চারজন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।
শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে ২৪ মে হাসপাতালে এক দিনে সর্বোচ্চ ১০ জন মারা গিয়েছিলেন। তাঁদের মধ্যে সাতজনই উপসর্গে মারা গিয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর তিনজন ও নাটোরের একজন। লাশগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে মোট ১৭৭ জন চিকিৎসাধীন ছিলেন। এঁদের মধ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭২। অন্যরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন।