Monday, September 15, 2025
Homeঘটনা-দুর্ঘটনারাজধানীতে বাড়ী থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীতে বাড়ী থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

রাজধানীতে কলাবাগানের একটি বাড়ী থেকে কাজী সাবেরা রহমান (৪৭) নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহুতের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে। পুলিশ ধারণা করছে, এই চিকিৎসককে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, আজ সোমবার দুপুরের দিকে ৫০/১ ফাস্ট লেনের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কলাবাগান থানার দায়িত্বরত কর্মকর্তা এরশাদুল হক এক নারী চিকিৎসকের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, ওই চিকিৎসক গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন। যে বাসায় ওই চিকিৎসক থাকেন, সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে।

এডিসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহভাড়াটেরা (সাবলেট) থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।  ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত চিকিৎসক কাজী সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments