Tuesday, September 16, 2025
Homeজাতীয়অপরাধ২য় বিয়ে করায় স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করে ৬ টুকরা করে...

২য় বিয়ে করায় স্বামীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করে ৬ টুকরা করে ১ম স্ত্রী

রাজধানীর বনানীতে দ্বিতীয় বিয়ে করায় ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী ময়না মিয়াকে ৬ টুকরা করে হত্যা করেন প্রথম স্ত্রী।  এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথম স্ত্রী ফাতেমা খাতুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ রাজধানীতে ড্রামের মধ্যে মাথাবিহীন খন্ডিত লাশ উদ্ধার

ময়না মিয়াকে হত্যার ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী মোছা. ইাসরিন বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রোববার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে মৃতদেহের সঙ্গে মাথা ছিল না। এছাড়া দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। সেগুলোও লাশের সঙ্গে ছিল না।

আরও পড়ুনঃ রাজধানীতে ড্রামে খন্ডিত লাশের হাত-পা মিললো মহাখালী বাস টার্মিনালে

খণ্ডিত লাশের রহস্য উদঘাটনে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রহস্য উদঘাটন করে ডিবি পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নাম ময়না। দ্বিতীয় বিয়ে করায় স্বামী ময়না মিয়াকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে হত্যা করেন প্রথম স্ত্রী ফাতেমা খাতুন।

পরে লাশ ছয় টুকরো করে বস্তায় ভরে মহাখালী এলাকার সড়কে ফেলে দেন তিনি। খণ্ডিত মাথা ফেলেন বনানীর লেকে। এ ঘটনায় অভিযুক্ত প্রথম স্ত্রী ফাতেমাকে গ্রেফতারের পর পুলিশের কাছে স্বামী হত্যার বর্ণনা দেন।

আরও পড়ুনঃ স্ত্রী পরিকল্পিতভাবে খুন করে লাশের টুকরো ফেলে বিভিন্ন স্থানে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments