রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নওহাটায় অবস্থিত পবা শাখাটি লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) জনসংযোগ কর্মকর্তা মো. জামিল।
তিনি বলেন, ‘রাকাবের পবা শাখার ম্যানেজার, একজন কর্মকর্তা ও ক্যাশিয়ারসহ সাতজন কর্মকর্তা/কর্মচারীর দেহে করোনার উপসর্গ দেখা দেয়ায় শাখাটি লকডাউন করা হয়েছে।’
রাকাবের প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের বিভাগীয় প্রধান মোহব্বত আলী বিশ্বাসের স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে, পবার নওহাটা শাখায় ব্যাংক কর্মকর্তাসহ অন্যান্য ছয়জন কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্দেশ দেন তিনি।