Saturday, September 13, 2025
Homeরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে নেয়ার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে নেয়ার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল খোলার সিদ্ধান্ত না হলেও ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে সশরীরে নেয়া হবে।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, শুধু ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষা নয় ২০২০ সালের যেকোনো একটি বর্ষের পরীক্ষা ৪ জুলাই থেকে শুরু করতে পারবে প্রত্যেক বিভাগ। এ ক্ষেত্রে বিভাগীয় একাডেমিক কমিটি অগ্রাধিকার ভিতিত্তে কোনো বর্ষের পরীক্ষা নেয়া হবে সেটি নির্ধারণ করবেন।

তবে হল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বেলা ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. ফখরুল ইসলাম বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে উপাচার্য থাকায় শিক্ষা পরিষদের সভা এখন আয়োজন করা সম্ভব হচ্ছে না সে কারণে পরবর্তী শিক্ষা পরিষদের সভায় বিষয়টি রিপোর্ট করা হবে এ সাপেক্ষে সিদ্ধান্তগুলো গৃহিত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments