Saturday, September 13, 2025
Homeবিনোদনশ্বেতার প্রশ্ন, 'ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি করলে কে নিবে সিনেমায়'

শ্বেতার প্রশ্ন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি করলে কে নিবে সিনেমায়’

অভিনয়ের ক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্যে অংশ না নিলে কেউ সিনেমায় নেবে কিনা সে প্রশ্ন তুলেছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রশ্ন তুলেছেন।

শ্বেতা বলেন, ‘ছবিতে অভিনয়ের প্রচুর সুযোগ এসেছিল। কিন্তু শর্ট ড্রেস পরব না, স্লিভলেস পরব না, ঘনিষ্ঠ দৃশ্য করব না। এর পর কোন পরিচালক আমাকে নেবে বলুন?’

তিনি বলেন, ‘হয়তো বিশ্বাস করবেন না, ব্যক্তিগত জীবনে আমি কখনও ছোট বা স্লিভলেস পোশাক পরিনি। নিজেকে এর জন্য কোনও দিন তৈরি করতে পারলে বড় পর্দায় কাজ করব।

প্রথম ধারাবাহিক ‘সিঁদুরখেলা’ দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন শ্বেতা। এখন ‘যমুনা ঢাকি’-র প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে টানা এত বছর কাজ করার পরও সে অর্থে বন্ধু নেই শ্বেতার। ‘বন্ধুত্ব নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সহজে বিশ্বাস করে ঠকেছি অনেকের কাছে। তাই এখন ইন্ডাস্ট্রির কাউকে বন্ধু বলে স্বীকার করতেই পারি না,’ বলেন তিনি।

দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কেও রয়েছেন অভিনেত্রী। লাজুক হেসে বললেন, ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া অনেক দিন আগেই হয়ে গিয়েছে। আমাদের নয় বছরের সম্পর্ক। কলকাতার বাইরে থাকে। এলে দেখা হয়, না হলে মোবাইলই ভরসা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments