Sunday, September 14, 2025
Homeবিনোদননায়িকাদের বয়ফ্রেন্ড থাকবে না এটাই অস্বাভাবিক

নায়িকাদের বয়ফ্রেন্ড থাকবে না এটাই অস্বাভাবিক

২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’ পুরস্কার পেয়ে র‌্যাম্প ক্যারিয়ার শুরু করে এরপরেই আসেন চলচ্চিত্রে, চিত্রনায়িকা আইরিন। । নায়িকা হিসেবে বড় কোনো চমক দেখাতে না পারলেও ম্যারাথন গতিতে চলচ্চিত্র নিয়ে ছুটছেন তিনি।

ব্যক্তিগত জীবনে আইরিনের মধ্যে ভণিতা নেই কোনো, যে কোনো বিষয়ে প্রশ্ন করলে খোলামেলা আলাপ করতে ভালোবাসেন।  সমসাময়িক ব্যস্ততা ও ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন তিনি।

সর্বশেষ কোন ছবির শুটিং করলেন?

জেসমিন আক্তার নদীর আপার ‘চৈত্র দুপুর’ও মনির ভাই পরিচালিত ‘হৃদ মাঝারে তুমি’ ছবির শুটিং করেছি।

করোনার সময়ে আপনার অভিনীত ‘গন্তব্য’ ছবিটি মুক্তি পেয়েছে। দর্শক সাড়া কেমন পেয়েছিলেন?

প্রযোজক ও নির্মাতা এই পরিস্থিতিতেও ছবিটি মুক্তি দেয়ছেন এটা তাদরে বেশ সাহসী পদক্ষেপ ছিলো। এ জন্য তাদের ধন্যবাদ। এমন পরিস্থিতিতে ছবিটায় যতটুকু সাড়া পেয়েছি সেটা খুব ভালো।

অনেকে বলে আপনি প্রেম করছেন, বয়ফ্রন্ড আছে আপনার। এটা কতটা সত্য?

এটা তো কমন প্রশ্ন। নায়িকাদের বয়ফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। বরং বয়ফ্রেন্ড থাকবে না এটাই অস্বাভাবিক। নায়িকাদের বয়ফ্রেন্ড এমন অনেকটাই থাকে।

তাহলে বলছেন, আপনার কোনো নির্দিষ্ট বয়ফ্রেন্ড নেই?

আমি প্রেম করছি নির্দিষ্ট করে এমন প্রমাণ তো কারও কাছে নেই। যার সঙ্গে প্রেম করছি তার নামও যদি বলতে পারেন তাহলে আমি উত্তরে হ্যাঁ বা না জানিয়ে দেবো।

ক্যারিয়ারের তো অনেক বছরই হলো। বিয়ে করছেন কবে?

বিয়ে নিয়ে আসলে তেমন কিছুই ভাবছি না। বিয়ে নিয়ে মেন্টালি যখন ডিসাইড হবো যে আমার এখন বিয়ে করা দরকার। তখনই বিয়ে করবো। এটা আগে থেকে বলার কিছু নেই।

তাহলে ক্যারিয়ার নিয়ে আগামীর পরিকল্পনা কি?

আমার লাইভে আসলে প্ল্যানিং করে কিছু হয়না। বিয়েটও হয়তো হবে না। সে জায়গায় থেকে বলবো ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন দুটো দুই জায়াগার। দুইই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে কোনোটিই পরিকল্পা করে কিছু হবে না।

বেশ কিছুদিন আগে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতা আবৃত্তি করলেন। হঠাৎ করে তার কবিতা আবৃত্তি কেনো?

উনি বিতর্কিত লেখিকা না কি সেটা আমার কাছে বড় বিষয় না। উনি আমার কাছে একজন লেখক। তার অনেক লেখা আমার দারুণ ভালো লাগে। সে ভালো লাগা থেকেই তার কবিতা আবৃত্তি। আর কে কবিতাটি আবৃত্তি করেছিলাম সেটার স্টোরির জায়গা থেকেও আবৃত্তি করতে উৎসাহিত হয়েছি। আর কবিতাটি যখন সিলেক্ট করি তখন তিনি বিতর্কিত না কি এতো কিছু মাথায় ছিলো না।

ব্যক্তিগত জীবনে তসলিমা নাসরিনকে অনুস্বরণ করেন?

না, ব্যক্তিগত জীবনে তাকে আমি অনুস্বরণ করিনা। তবে তার লেখা আমার ভালো লাগে। তার জীবন দর্শন কিছু কিছু ক্ষেত্রে আমার ভালো লাগে।

কবিতা লিখেন আপনি?

টুকটাক লিখি। তবে সেটা নিজের জন্য।

সিনেমায়,ফেসবুক বা ইনস্টাগ্রামের ছবিতে মাঝে মাঝে টপলেস আইরিনকে দেখা যায়। এটা নিয়ে আমার মন্তব্য কি?

ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। মাঝে টপলেস একটা ছবি পোস্ট করা হয়েছে। সে ছবির সূত্র ধরেই হয়তো এই প্রশ্ন। বিষয়টি সময় হলেই জানতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি সাধারণ মানুষ যেভাবে দেখে শুটিংয়ে কিন্তু আসলে তেমন হয় না। পর্দায় যেমন রাজকীয় বাড়ি দেখতে পান শুটিংয়ে কিন্তু সেটা থাকে না। পরে সেটা এডিট করে আনা হয়। আর কাজের ক্ষেত্রে টপলেস হচ্ছে কি হচ্ছে না এসব তখন মাথায় থাকে না। তখন আমার ফোকাস থাকে কেবল কাজে।

তার মানে আপনি ছবিতে বোঝাতে চেষ্টা করেছেন আপনি টপলেস। কিন্তু আপনি টপলেস ছিলেন না?

সেটা আমি বলতে চাই না। সূত্রঃ সমকাল 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments