Monday, September 15, 2025
Homeরাজধানীবারিধারার জামিয়া মাদ্রাসা থেকে মনির হোসাইন ও হাবীবুল্লাহকে অব্যাহতি

বারিধারার জামিয়া মাদ্রাসা থেকে মনির হোসাইন ও হাবীবুল্লাহকে অব্যাহতি

জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে এবং মাদ্রাসার মুহাদ্দিস হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকেও মাদ্রাসার চাকুরী থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তারা দু’জনেই সহিংসতার মামলায় কারাগারে রয়েছেন।

গত সোমবার রাজনীতিতে জড়িয়ে পড়া ও বিতর্কিত বক্তব্যের কারণ দেখিয়ে বারিধারা মাদ্রাসার মাদানি সোসাইটি বাংলাদেশের সভাপতি বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে শূরা তাদের অব্যাহতি দেয়। একইসঙ্গে উপাধ্যক্ষ মাসউদ আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। মজলিশে শূরার বৈঠকের কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে।

কার্যবিবরণীতে বলা হয়েছে, ‘মুফতি মনির হোসাইন কাসেমীর রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজত ইস্যুতে বিতর্কিত হওয়া এবং বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি হয়ে কারাবন্দি থাকায় তাকে মুহতামিমসহ (অধ্যক্ষ) সব পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হলো।’ একই কারণে অব্যাহতি দেওয়া হয় হাবীবুল্লাহকেও।

জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হেফাজতের প্রয়াত মহাসচিব নূর হোসাইন কাসেমী। তিনি আমৃত্যু বিএনপি জোটের শরিক জমিয়তেরও মহাসচিব ছিলেন। গত বছরের ডিসেম্বরে তার মৃত্যুর পর মাদ্রাসার মুহতামিম পদ নিয়ে অস্থিরতা সৃষ্টি হয়। এ পদে আসেন মনির হোসাইন কাসেমী। তিনি একাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচনও করেন।

গত ২১ মে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হেফাজতের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন। তবে ৭ জুন ঘোষিত হেফাজতের নতুন কমিটিতে তার স্থান হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments