Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধস্বামীসহ ২ এসআই'র বিরুদ্ধে নারী এসআই'র ডিজিটাল মামলা

স্বামীসহ ২ এসআই’র বিরুদ্ধে নারী এসআই’র ডিজিটাল মামলা

রাজশাহীতে স্বামীসহ পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক নারী এসআই। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে বুধবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন তিনি। বাদী ওই নারী এসআই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত।

বুধবার (৯ জুন) রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে বাদীর পক্ষে আইনজীবি মোখলেসুর রহমান(স্বপন) মামলার নথীপত্র উপস্থাপন করেন।

অভিযুক্তরা হলেন-তার স্বামী এসআই ওবাইদুল কবির সুমন ও এক নারী এসআই পলি আক্তার

এসআই সুমন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত এবং এসআই পলি আছেন ঢাকার নবাবগঞ্জ থানায়। আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন।

তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশ প্রতিবেদন দিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আর্জিতে বলা হয়েছে, ২০১৬ সালে এসআই সুমনের সঙ্গে নারী এসআইয়ের বিয়ে হয়। এরই মধ্যে সুমন পলির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাই তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে যান। মামলায় আরও বলা হয়, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তার নামে ভুয়া, আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন জনকে পাঠিয়েছেন সুমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন।

এ কারণে ভুক্তভোগী এসআই স্বামীসহ দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনো কোনো নথিপত্র পাননি। তাই মামলার বিষয়ে জানেন না। নথিপত্র হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments