Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধআদালতে শিপার স্বীকারোক্তি, ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করেন

আদালতে শিপার স্বীকারোক্তি, ঘুমের ট্যাবলেট খাইয়ে হত্যা করেন

সিলেটে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী শিপা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৩ জুন) বিকেলে পাঁচদিনের রিমান্ড শেষে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত (২য়) এর বিচারক সুমন ভূঁইয়ার খাসকামড়ায় হাজির করলে শিপা বেগম এই স্বীকারোক্তি দেন।

তার স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন আলী বলেন, পরকীয়ার জেরে শিপা বেগম তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহির পরামর্শে ঘটনার দিন ২৯ এপ্রিল রাত আড়াইটায় স্বামী অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে ১০টি ঘুমের ট্যাবেলেট খাওয়ান। এর আগের দিন ২৮ এপ্রিল ঘুমের ওষুধ কিনে আনেন তিনি। এরপর ২৯ এপ্রিল ভোরে আনোয়ার হোসেন ঘুমের মধ্যেই মারা যান।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আগামী বুধবার বেলা ১১টার দিকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। এ বিষয়ে আদালত আদেশ দিয়েছেন।

মামলায় পরকীয়া প্রেমের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়। এতে শিপার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে প্রধান আসামি ও নিহতের স্ত্রী শিপা বেগমকে দ্বিতীয় আসামি করা হয়। এছাড়া মামলায় আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments