Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধনওগায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর মান্দায় সাব-রেজিস্ট্রার অফিসে সাংবাদিক আব্বাস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

রোববার (১৩ জুন) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় সুজনের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র শাখা সভাপতি মোফাজ্জল হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আরমান হোসেন রুমন, শামীনুর রহমান ও অন্তর আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, জমি রেজিস্ট্রির নামে প্রসাদপুর দলিল লেখক সমিতি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত চাঁদা আদায় করে। কেউ চাঁদা দিতে না চাইলে হয়রানি শিকার ও জমি রেজিস্ট্রি বন্ধ রাখা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন জঘন্য অপরাধ। ঘটনা জড়িতদের আটক না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় বার বার অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। দুর্নীতিবাজ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মূলহোতা বাবুল আক্তারসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments