Sunday, September 14, 2025
Homeরাজধানীআ'লীগ নেতা এনায়েত উল্লাহর সম্পদ বিবরণী তলব দুদকের

আ’লীগ নেতা এনায়েত উল্লাহর সম্পদ বিবরণী তলব দুদকের

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৪ জুন) এক আদেশে তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে। দুদকের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

দুদক আইন ২০০৪-এর ধারা ২৬ এর উপ-ধারা (১) অর্পিত ক্ষমতাবলে জারি করা আদেশে এনায়েত উল্লাহ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ, নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দুর্নীতি দমন কমিশনে সেগুলো জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

খন্দকার এনায়েত উল্লাহ ‘এনা’ পরিবহনের মালিক ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি।

একই আদেশে তিতাস গ্যাসের অবসরপ্রাপ্ত বিক্রয় সহকারী ও সিবিএ নেতা ফারুক হাসানের সম্পদ বিবরণীও চাওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments