Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট। ডানপন্থী ইহুদি ধর্মীয় দল ইয়ামিনা পার্টির প্রধান তিনি। এর মধ্যদিয়ে বিদায় ঘটল সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। খবর: আলজাজিরা

রবিবার (১৩ জুন) পার্লামেন্ট ভোটে নতুন সরকার নির্বাচিত হওয়ার মাধ্যমে নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছবি: রয়টার্স

একটানা দীর্ঘ ১২ বছর ক্ষমতায় থাকার পর ২০২১ সালের মার্চের ২৩ তারিখ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠন নিয়ে সমস্যায় পড়েন নেতানিয়াহু।

নেতানিয়াহুকে সরাতে আটটি বিরোধী দল মিলে নতুন জোট গঠন করে। এই জোটে বামপন্থী, উদারপন্থী, কট্টরপন্থী, জাতীয়তাবাদী ও ধর্মীয় দল রয়েছে।

ডানপন্থী ইহুদি ধর্মীয় দল ইয়ামিনার প্রধান নাফতালি বেনেত রাজনীতিতে প্রবেশের পূর্বে প্রযুক্তি খাতে মিলনিয়ার ছিলেন। তারও আগে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহকারী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ইসরায়েলি দখলদারিত্বের কট্টর সমর্থক এবং ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধী হিসেবেও পরিচিত এই নেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments