Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধচিত্রনায়িকা পরীমণির নিরাপত্তায় পুলিশ মোতায়েন

চিত্রনায়িকা পরীমণির নিরাপত্তায় পুলিশ মোতায়েন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি নিরাপত্তাহীনতায় ভুগছেন, গণমাধ্যমে এমন অভিযোগের পর তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর বনানীতে তার বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার দুপুরে বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, পরীমণি গণমাধ্যমে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এরপর আমরা তার নিরাপত্তা জোরদার করেছি। আমাদের চার সদস্যের একটা টহল টিম সেখানে আছে।

প্রসঙ্গত, গতকাল রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেছিলেন পরীমণি। ঘটনার বিস্তারিত জানাতে রাত সাড়ে ১০টায় তার বনানীর বাসভবনে সংবাদ সম্মেলন ডাকেন এই অভিনেত্রী। সেখানে পরী মণি অভিযোগ করেন, ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও মধ্যরাতে সংবাদ সম্মেলন শেষেই পরীর বনানীর বাসার সামনে পুলিশের অবস্থান দেখা যায়।

পরে রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন পরী। সেখানে পরীমনি অভিযোগ করেন, চার দিন আগে আশুলিয়ার একটি ক্লাবে তার সঙ্গে প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী ক্লাবকর্তা অশোভন আচারণ করেছেন এবং শারীরিক নির্যাতন করেছেন।

এ ঘটনায় তিনি বনানী থানায় মামলা করতে গেলেও কোনো সহযোগিতা পাননি। সংবাদ সম্মেলনে নিজের সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা দিতে গিয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন এই চিত্রনায়িকা।

আজ সকালে চিত্রনায়িকা পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ছয় জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেছেন।

পরীমণির দায়ের করা মামলায় পূলিশ ইতিমধ্যে এজাহারনামীয় প্রধান আসামী ব্যাবসায়ী নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেফতার করেছেন।

এদিকে জাতীয় সংসদে বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশীদ পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়ে বক্তব্য দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments