পরীমণির ফেসবুক স্টেটাস ও ঘটনায় রাতে সংবাদ সম্মেলনের পরপরই রবিবার বিবিসি বাংলা প্রতিবেদন প্রকাশ করে। পরদিন অভিযুক্ত গ্রেপ্তারের পরও বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে। এদিন বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনি তাকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্তসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

প্রতিবেদনে বলা হয়, নাসির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ। বাকিদেরও একই স্থান থেকে আটক করা হয়। এসময় উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধারও করা হয় বলে জানাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবাইকে ঢাকার মিন্টোরোডে গোয়েন্দা বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেত্রী পরীমণি অভিযোগ জানিয়েছেন, তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টাও হয়েছে। এমনকি ঘটনার ৫ দিন পরেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার সন্ধেবেলা নেটমাধ্যমে পোস্ট করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়েছেন পরী মণি। শৈশবে মাতৃহারা নায়িকা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করে লিখেছেন, ‘আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা। মা আমি বাচঁতে চাই। আমাকে বাঁচিয়ে নাও মা।’
রবিবার মধ্যরাতেই তিনি সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সাংবাদিকদের সামনে বিচার পাওয়ার আবেদন জানিয়েছেন বার বার। গণমাধ্যমের সামনে তিনি বার বার চিৎকার করে বলেন, ‘‘আমি মরতে চাই না। আমি আত্মহত্যা করব না। কিন্তু যদি আমি মরে যাই, জেনে রাখবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমার বাসায় আমি সুরক্ষিত নই।’’