Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধস্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণ, জামাই গ্রেফতার

স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণ, জামাই গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে ফিরে পেতে শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (২৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৪ জুন) রাতে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শ্বশুর মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাজধানীর মানিকনগর থেকে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তার শ্যালিকাকেও উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার উড়ারচর এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা যায়, মোহাম্মদ হোসেনের বড় মেয়ের সাথে এক বছর আগে বিয়ে হয় বিল্লালের। বিয়ের পর থেকেই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিলো। ৬ মাস আগে বিল্লালের স্ত্রী তার বাবার বাড়িত চলে যায়। সেই থেকে স্ত্রীকে ফেরানোর জন্য প্রায়ই হুমকি দিতেন বিল্লাল।

মেয়ের বাবা মোহাম্মদ হোসেন জানান, বিয়ের পর জানতে পারি বিল্লাল মাদকাসক্ত। সে নিয়মিত আমার মেয়েকে মারধর করতো। আমার বাসায় মেয়েকে নিয়ে আসার পর প্রায়ই তার বাড়িতে ফিরে যেতে হুমকি দিতো। আমার বড় মেয়ে বিল্লালের বাড়িতে না ফেরায় শনিবার (১২ জুন) সে আমার ছোট মেয়েকে অপহরণ করে। আমার বড় মেয়ে যদি তার বাড়িতে না ফেরে তাহলে ছোট মেয়েকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে বিল্লাল।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মশিউর রহমান জানান, বিল্লালকে গ্রেফতার করে আদালত পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments