Sunday, September 14, 2025
Homeসারাদেশময়মনসিংহছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহে চলমান কোভিড পরিস্থিতিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ করাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নগরীর দক্ষিণচরকালীবাড়ি মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। কিন্তু বেলা ১টার দিকে পুলিশ উপস্থিত হয়ে সভা করতে নিষেধ করলে সংঘর্ষ বেধে যায়।

পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদল কর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি করা হয়।

সংঘর্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহ সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম,  মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন,  দক্ষিণের সাধারণ সম্পাদক রায়হান, উত্তরের সাধারন সম্পাদক রায়হান শরীফসহ অন্তত ১৫জন আহত হন।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ও পরিদর্শক (অপারেশন) ওয়াজ মিয়াসহ ১০ জন আহত হন। তাদের মধ্যে ফারুক হোসেনের অবস্থা গুরুতর।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামালায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ৮ জনকে। বেশ কিছু মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments