Monday, September 15, 2025
Homeরাজধানীপরীমণির অভিযোগ বিষয়ে মিলছে না কিছু প্রশ্নের উত্তর

পরীমণির অভিযোগ বিষয়ে মিলছে না কিছু প্রশ্নের উত্তর

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলছে না। রাজধানীর অদূরে তুরাগ নদীর তীরে অভিজাত ঢাকা বোট ক্লাবের গেট বন্ধ হয়ে গেলেও রাত সোয়া ১২টায় কার ফোনের সুবাদে খোলা হয়েছিল বোট ক্লাবের গেট? কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন পরীমণির বন্ধু তুহিন সিদ্দিকী অমি। 

ঐ রাতের সে সময়ে বোট ক্লাবের ভেতরে কেন ছিলেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ মাত্র কয়েকজন। নিজের বাসভবনে কিংবা গুলশান-বনানীর অভিজাত রেস্টুরেন্টে না বসে সিনেমায় বিনিয়োগের বিষয়ে গভীর রাতে ওই নির্জন এলাকায় কেনই বা গিয়েছিলেন আলোচিত অভিনেত্রী পরীমণি? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণচেষ্টা কিংবা হত্যাচেষ্টা নয়, মারামারি হওয়ার তথ্য বেরিয়ে এসেছে। উভয়পক্ষ মদ্যপ ছিল। মদের বোতল নেয়া ও কফি খাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে পরীকে কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছিলেন নাসির। এতে অসুস্থ হয়ে পড়েন ওই নায়িকা। নিজেরা মদ্যপ থাকার কথা স্বীকার করেছেন পরী ও নাসিরের বন্ধু অমি।

ঘটনাস্থলে উপস্থিত বোট ক্লাবের কয়েকজন কর্মচারীর কাছ থেকে এমন তথ্য মিলেছে। এরপরও পরীর অভিযোগের সত্যতা ও নেপথ্যে অন্য কোনো কাহিনী ছিল কি না- তা জানতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত হচ্ছে। তবে মামলার প্রাথমিক তদন্ত ও গুলশানের অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রকাশ পাওয়ার পর ফের দৃশ্যপট পাল্টে যাচ্ছে।

আলোচিত এ ঘটনার প্রধান তিন চরিত্র- মূল অভিযুক্ত আবাসন ব্যবসায়ী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন মাহমুদ, তার ও পরীর বন্ধু তুহিন সিদ্দিকী অমি ও মামলার বাদী চিত্রনায়িকা পরীমণির অঢেল সম্পদ ও বিলাসী জীবন নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিষয়টি আমলে নিয়ে এই তিনজনেরই বিপুল সম্পদের উৎস খুঁজে দেখার সিদ্ধান্ত হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিংবা দুদক শিগগিরই এ কাজে হাত দেবে বলে একটি সূত্র জানায়।

এদিকে বোট ক্লাবের ঘটনার একদিন আগে গুলশানের অল কমিউনিটি ক্লাবে গিয়ে পরীমণি ভাঙচুর করেছেন বলে যে অভিযোগ উঠেছে, সেই ক্লাবেরও সদস্য প্রধান আসামি ব্যবসায়ী নাসির। বোট ক্লাবের ঘটনাটি আড়াল করতে গুলশানের ঘটনাটি সামনে আনা হচ্ছে বলে দাবি পরীমণির।

একটি সূত্র বলছে, সাভারের বিরুলিয়ায় অবস্থিত ঢাকা বোট ক্লাবে পরীমণিকে নিয়ে যাওয়ার আগে সেই রাতে ব্যবসায়ী নাসিরের সঙ্গে অমির ফোনে যোগাযোগ হয়েছিল। নারী নিয়ে অমির এমন কাণ্ড নতুন নয়। ক্লাব খোলা থাকার নির্ধারিত সময় পার হওয়ার প্রায় এক ঘণ্টা পরও কেন মূল গেট খুলে দেয়া হয়েছিল, ভেতরে কেন নাসিরসহ অন্যরা ছিলেন- বিষয়গুলো পুলিশি তদন্তে গুরুত্ব পাচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে বোট ক্লাব কর্তৃপক্ষও এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

পরীমণির চাঞ্চল্যকর মামলাটির তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর তারা দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই অভিযুক্ত ও মামলার এজাহারভুক্ত দুই আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করেছেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে অমি বলেছেন, তারা ক্লাবের ভেতরে গিয়ে নাসির ইউ মাহমুদসহ একসঙ্গে মদ পান করেন। শেষে একটি বোতল নেয়া নিয়ে প্রথমে একজন কর্মচারীর সঙ্গে পরীমণি বিতর্কে জড়ান। তাতে যোগ দেন নাসির ইউ মাহমুদসহ আরো কয়েকজন।

পুলিশ বলছে, অমি পুলিশকে জানিয়েছে, ঢাকা বোট ক্লাবে যাওয়ার আগে পরীমণির বনানীর বাসায় বসেই এক বোতল মদ পান করেন তারা সবাই। এ সময় বাসায় একজন নারী নাট্যপরিচালকও ছিলেন। ঘটনাস্থল বোট ক্লাবে মদ্যপ অবস্থায় নাসির ইউ মাহমুদ পরীমণিকে কয়েকটি চড় দিয়েছিলেন। এ সময় মেঝেতে পড়ে যান পরীমণি। মদ্যপ থাকায় পরীমণিকে তারা ধরাধরি করে গাড়িতে এনে তোলেন। তবে পরিমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলাটির সত্যতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

প্রসঙ্গত, গত রবিবার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। এর বিচার চেয়ে আবেদন করেন প্রধানমন্ত্রী বরাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

পরদিন সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি।

মামলার পর ওই দিনই নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৫ জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে মঙ্গলবার মাদকের আরেকটি মামলায় তাদের আদালতে তোলা হয়। এ সময় নাসির উদ্দিন মাহমুদ ও অমির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ ছাড়া আসামি লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। তারা সবাই বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments