Saturday, September 13, 2025
Homeজাতীয়অপরাধকিশোরগঞ্জে ৫'শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ বাছেদ মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।

র‌্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারি চালিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ বাছেদ মিয়াকে গ্রেফতার করা হয়। বাছেদ মিয়া ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ছুবির মিয়ার ছেলে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বি এন এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছেদ মিয়া দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments