বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বয়সের কারণে মতিভ্রম ঘটেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বিএনপির ডাক্তারদের সংগঠন ড্যাবকে অনুরোধ জানাবো মির্জা ফখরুলের মানসিক চিকিৎসা করাতে।
রবিবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গুনীয়া উপজেলার বেতাগী বহলপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের জমিসহ ঘরের কবুলিয়তনামা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল অর্জন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। সবাই এখন এ অর্জনের প্রশংসা করছে। কিন্তু বিএনপির মহাসচিব অর্জন নিয়ে যে কথা বলছে তাতে মনে হচ্ছে বয়সের কারণে মতিভ্রম ঘটেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মমিনুর রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি, রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, মেয়র শাহজাহান সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গুনীয়া প্রান্ত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও উপকারভোগী জাহানারা বেগম প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দুই দফায় ১৬৫টি গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর নির্মাণ করে হস্তান্তর ও দলীয়ভাবেও আরও কিছু ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
অনুষ্ঠানে ড. মাহমুদ বলেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। বিএনপি এবং তাদের মিত্ররা এ উন্নয়ন দেখতে পায় না।