Tuesday, September 16, 2025
Homeসারাদেশখুলনাগত ২৪ ঘন্টায় খুলনায় আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় খুলনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনায় দুটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে চারজন ছিলেন করোনা পজিটিভ। এছাড়া একজনের করোনার উপসর্গ ছিল। এদিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে আরও চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি দু’জনের করোনা উপসর্গ ছিল।

এদিকে খুমেকের পিসিআর ল্যাবে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৫.০৭ শতাংশ। আজ সকালে খুমেকের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন করোনা পজিটিভ ছিলেন। বাকি একজনের করোনা উপসর্গ ছিল। তবে, তিনি করোনা পজিটিভ ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে রেড জোনে ১০২, ইয়েলো জোনে ২০ জন, এইচডিইউ ১৯ জন এবং আইসিইউতে ২০ জন আছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments